SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিনহা নামে এক শিশু নিহত, আটক ১

 




নিজস্ব প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া  চৌরাস্তা এলাকার ঈশাখা মোবাইল মার্কেট "র সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিনহা(৭) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।


পরিবার সূত্রে জানা যায় সোমবার সন্ধায় নানা  বাড়ী বারদী থেকে  নিজ বাড়ী নারায়ণগঞ্জ যাওয়ার পথে চৌরাস্তা  ঈশাখা মোবাইল মার্কেট "র"  সামনে পৌছালে  হঠাৎ করে নানার হাত ফছকে দৌর দিলে ধীরগতিতে (ঢাকা মেট্রো ট- ২২-৪৯৯৭)আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সিনহা নামে(৭) নামে এক শিশু। 


নিহত সিনহা শেরপুর জেলার শ্রীবদী থানার কুরুমা এলাকার মো.শওকত আলীর একমাত্র সন্তান,

এদিকে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে পরে, চৌরাস্তা এলাকায় থাকা ৫/৬ ট্রাক ভাংচুর চালায় পরে ঘটনাস্থলে পুলিশ এশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালক মমিন (২৭) কে আটক করে থানায় নিয়ে যায়।


সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান বলেন,  সিনহা নামে এক শিশুর  লাশ উদ্ধার করেছি এবং চালক মমিনকে আটক করেছি,মামলা প্রক্রিয়াধীন। 


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন