SS TV live
SS News
wb_sunny

Breaking News

আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই আমার মূল লক্ষ্যঃ ফিরোজ আহম্মেদ

 



সোনারগাঁও উপজেলার আসন্ন  সনমান্দী ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে প্রতিটি জনগণের প্রত্যাশা প্রতিটি ওয়ার্ডে যেন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়।

সনমান্দী ইউনিয়ন জাতীয়পাটির যুগ্ম আহবায়ক ও ৪নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ আহম্মেদ মেম্বার একান্ত সাক্ষাৎকারে বলেন,আমি আমার বিগত সাড়ে ৪বছরে এমপি মহোদয় চেষ্টায় অনেক কাজ করতে সক্ষম হয়েছি আমাদের এলাকার অলিপুরা কবরস্থান হইতে সনমান্দি গ্রাম পর্যন্ত রাস্তার সমস্যা ছিল। সেই বহু আকাঙ্খিত রাস্তা কাজ চলমান। তিনি আরো বলেন আমার ওয়ার্ডের যেসকল কাজগুলো অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করা এখন আমার মূল লক্ষ্য। তাই বলতে চাই আমাকে পুনরায় জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার আমার মূল লক্ষ্য। আমি সর্বোচ্চ আশাবাদী শতভাগ ভোট পেয়ে জয়যুক্ত হব ইনশাআল্লাহ।


এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মোঃ ফিরোজ মেম্বার রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি মহামারী করোনা দুর্যোগে করোনার যুদ্ধ হয়ে পাশে ছিলেন। করোনা পরিস্থিতিতে মানুষ যখন ঘর বন্দী ছিলেন তিনি সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে মানুষের কাছে পৌঁছে দেন সুরক্ষা সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, খাবার সামগ্রিক চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য এবং নগত অর্থপ্রদান।




ফিরোজ মেম্বার এর উন্নয়ন চিত্র 

১,আমিন মার্কেট হইতে ছনকান্দা  উত্তর পাড়া মসজিদ এর রাস্তা মেরামত। 

২,ছনকান্দা হইতে মহেশ্বরদী নতুন মাটির রাস্তা নির্মাণ। 

৩,ছনকান্দা হইতে সাজালকান্দী মাটির রাস্তার  সংস্কার।

৪,সাজালকান্দী মান্নান এর বাড়ির সামনে ব্রিজ নির্মাণ। 

৫, বৈদ্দেরকান্দী হইতে ফতেপুর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ। 

৬,বৈদ্দেরকান্দী মসজিদ সামনে হইতে আওয়াল এর দোকান পর্যন্ত রাস্তা নির্মাণ। 

৭,মারবদী গোলজার এর বাড়ী হইতে খালেক এর বাড়ী পর্যন্ত মাটির রাস্তার নির্মাণ। 

৮,আমীনুল মাষ্টার এর বাড়ী হইতে তাকবীর হোসেন বাড়ী পর্যন্ত  নতুন মাটির রাস্তা নির্মাণ।

৯, কান্দাপাড়া নতুন রাস্তা নির্মাণ। ১০,রফিকুল ইসলাম চেয়ারম্যান এর বাড়ী হইতে মারবদী স্কুল পর্যন্ত সি,সি ঢালাই রাস্তা নির্মাণ ।

১১,কান্দাপাড়া ঈদগাহ হইতে স্কুল এর সংযোগ রাস্তায় ইটের সলিং।

১২,মারব্দী খালে উপরে ব্রিজ নির্মাণ তাওলাত মুন্সি বাড়ী সামনে।

১৩,সোলার লাইট মোট ৭টা।

১৪,অলিপুরা কবর স্থান হইতে  সনমান্দী গ্রামে পাকা রাস্তা চলমান।

এবং একটি সরকারি ঘর নির্মাণ ও চার টি সরকার টিউবওয়েল স্থাপন করা হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন