সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪ টায় সোনারগাঁও থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্তপুলিশ সুপার (অপরাধ) টি ,এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) খোরশেদ আলম।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তাঁর বক্তব্য বলেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কিশোর গ্যাং ডাকাত চাঁদাবাজ ভূমিদস্যু অপরাধীর সোনারগাঁওয়ে কোন স্থান দেওয়া হবেনা। অপরাধীদের তাঁর কোন রাজনৈতিক পরিচয় দেখার কোন সুযোগ নেই।
এ সময় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি প্রয়োজন পারিবারিক উদ্যোগ। পারিবারিক ভাবে আপনার সন্তানকে বুঝান। আপনি বাবা, মা আপনাই দায়িত্ব আপনার সন্তানকে আর্দশ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনার দায়িত্ব। সমাজের অপরাধ দমনে পুলিশ সদা তৎপর। সমাজের অপরাধ দূর করতে স্থানীয় প্রতিনিধি সাংবাদিক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন