নোবিপ্রবি প্রতিনিধি : সৈয়দ হৃদয়:
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফির্সাস ফেডারেশন এবং নোবিপ্রবি অফিসার্স অ্যাসিয়েশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সোমবার ( ৩০ নভেম্বর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়্যদ মোহাম্মদ ইকরাম ও মফিজুল ইসলাম মজনু। এছাড়াও বক্তব্য রাখেন নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক মো: রাশেদ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। সভায় বক্তারা ফেডারেশনের দেয়া সাত দফা দাবিসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।
পরে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন