শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : আগামী ১৮ ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপনের প্রস্তুতি নিয়েছে সোনারগাঁ অভিবাসী ফোরাম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেইস ট্রেনিং সেন্টারে বার্ষিক সমন্বয় সভায় এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলি হলো, অভিবাসী কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী, কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য জরুরী সহায়তা প্রদানে করনীয়, বিদেশ ফেরত কর্মীদের রেমিট্যান্স যোদ্ধা সনদ, আহত ও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের ভাতা ও সহজ শর্তে ঋণ প্রাপ্ত ও প্রবাস থেকে আসা প্রতিটি মৃত কর্মীর লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফনের বিষয়গুলি সরকারকে সুপারিশ করার বিষয়ে আলোচনা হয়।
ওকাপ এর প্রোগ্রাম ম্যানেজার এ মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলাম , বক্তব্য রাখেন, নির্বাহী পরিচালক, ওমর ফারুক চৌধুরী । উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা অভিবাসী ফোরাম, আড়াইহাজার অভিবাসী ফোরাম, নরসিংদী অভিবাসী ফোরাম, কুমিল্লা ব্রক্ষ্মন পাড়া অভিবাসী ফোরাম এর সদস্যরা ।
একটি মন্তব্য পোস্ট করুন