আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়।
শনিবার (১৯ ডিসেম্বর ২০২০ইং) পৌরসভার ৭ নং ওয়ার্ড ইছাপাড়া দীঘিরপাড় এলাকায় এই কর্মীসভা অনুুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত (সাবেক এমপি, সোনারগাঁও উপজেলা)।
নেতারা তাদের বক্তব্যে বলেন,আপনারা ঐক্যবদ্ধ থাকুন,কারো কথায় ভয় বা বিভ্রান্ত হবেন না। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবেন আমরা সোনারগাঁও আওয়ামী লীগ তার হয়েই কাজ করবো।
সোনারগাঁও আওয়ামী লীগ কারো তাঁবেদারি করে না।
স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে নেতার বলেন,শেখ হাসিনার দয়ায় নাঙ্গল নিয়ে আপনি এমপি হয়েছেন।নেত্রীর নির্দেশেই আমরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি।এখন আপনি আওয়ামী লীগ নেতা কর্মীদের হুমকি দিচ্ছেন,তা মোটেও কাম্য নয়।
এর আমরা কঠিন জবাব দিবো।
আরো উপস্থিত ছিলেন-
মাহফুজুর রহমান কালাম (সদস্য-আওয়ামী লীগ নারায়ণগঞ্জ)।
আরিফ মাসুদ বাবু (চেয়ারম্যান-মোগরাপাড়া ইউনিয়ন)।
রফিকুল ইসলাম নান্নু (সভাপতি, যুবলীগ সোনারগাঁও উপজেলা)।
মোঃ কামাল হোসেন(সাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও উপজেলা)।
আসাদ,সভাপতি পৌরসভা যুবলীগ।
নাসির, রাসেল মাহমুদ,ওমর মারুফ সুজন,কহিনুর ইসলাম রুমা সহ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন