বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দুই বারের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ।১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের সুযোগ্য ছেলে এরফান হোসেন দীপ তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৩০০ মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মোবারক হোসেন ১৯৭৩ সালে ঢাকা-২৮ ও ১৯৮৬ সালে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামীলীগ এর সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং নিজেও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন,৬ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম মোবারক হোসেন ছিলেন সোনারগাঁও বাসীর নয়নের মণি,সোনারগাঁও বাসীর গর্ব, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কান্ডারী নেতা,গরিব দুঃখী ও সাধারণ মানুষের নিবেদিত প্রাণ।
মহান এই নেতার প্রতি সোনারগাঁও সময়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন