নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন।
(৪ নভেম্বর) শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার দৈলেরবাগ এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করেন বাসমাহ ফাউন্ডেশন
দরিদ্র ও অভাবি মানুষের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে কাজ করছে বাসমাহ ফাউন্ডেশন। সে ধারাবাহিকতায় সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে বাসমাহ ফাউন্ডেশন ।
এই আয়োজনে দেশের যে কোন স্থান থেকে বাসমাহ ফাউন্ডেশনের সাথে শরীক হতে পারেন, অনুদান পাঠিয়ে কিংবা স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করে ।
বাসমাহ ফাউন্ডেশন এর সবগুলো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.basmah-bd.org এই ঠিকানায়।
কার্যক্রমের সর্বশেষ আপডেট জানতে পারেন বাসমাহ ফাউন্ডেশনের ফেসবুক পেইজ থেকে www.facebook.com/basmahfoundation
অনুদান বা সাহায্য-সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন
কথা বলুন +8801709-258625 এই নাম্বারে
একটি মন্তব্য পোস্ট করুন