SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার




 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামপুর ইউনিয়নের কলতাপাড়া মিরেরটেক এলাকা থেকে মুদি ব্যবসায়ী মোঃ বিল্লালের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে মিরেরটেক ফাঁড়ি পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহত বিল্লালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে নিহত বিল্লালের মাথাটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

নিহত বিল্লাল হোসেন মিরেরটেক গ্রামে মৃত রিয়াজউদ্দিনের ছেলে।

মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, সোমবার সকালে মীরেরটেক গ্রামের গভীর জঙ্গলের ভেতর একটি মাথাবিহীন  লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছে। তিনি আরো জানান, নিহত বিল্লাল হোসেন মীরেরটেক বাজারে চায়ের দোকানদারী করতো। কি কারণে কারা তাকে রাতে হত্যা করে লাশটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি কেটে নিয়ে গেছে তা তিনি জানাতে পারেননি। তবে হত্যার কারণ ও আসামীদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন