সোনারগাঁ উপজেলার পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে (১৯) ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি (সোনারগাঁ জোন)।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি জানান,বিদ্যুৎ গ্রিডে রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগরাপাড়া ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সে জন্য তারা সকাল থেকে পৌরসভা, মোগরাপাড়া ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিদ্যুৎ ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছেন। এসময় যাতে কেউ বিদ্যুৎতের কোন প্রকার মেরামত কাজ না করে সেজন্যও সর্তক করেদিয়েছেন। কারন যে কোন সময় তাদের বিদ্যুৎ চলে আসতে পারে। এতে যে কোন প্রকার বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তারা আরো জানান, সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ থাকার জন্য তারা আন্তরিক ভাবে দু:খিত।
একটি মন্তব্য পোস্ট করুন