নারায়নগঞ্জের সোনারগাঁ এবং রুপগঞ্জ উপজেলা আওতাধীন কাচঁপুর এবং ভূলতা এলাকায় অসহায় বেদে পরিবারের ২ শতাধিক পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে 'শিশুর হাসি ফাউন্ডেশন' নামক একটি সংগঠন ।
শিশুর হাসি ফাউন্ডেশন নামক সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটানো। আর এই মূল মন্ত্রকে বুকে ধারন করে সংগঠনের সদস্যরা কাচঁপুর এলাকায় গত (১১ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৪ঃ৩০ ঘটিকার সময় অসহায় বেধে পরিবারের ২০০ শতাধিক পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিশুর হাসি ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতাঃ আবু-ওবায়দা ভূইয়া, এবং শিশুর হাসি ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোহাম্মদ রিফাত, ইমন,জিহাদ ,ফাহিম ,ফারদিন আহম্মেদ ইমন, শাহাদাত, তাকবীর, সিয়াম,মানিক,নাইম রিয়াদ,শিপু, সহ সংগঠনের আরো অনেক সদস্য।
একটি মন্তব্য পোস্ট করুন