সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় পরিবারের সাথে অভিমান করে কীটনাশক পানে রবিন (১৬) নামে এক যুবক আত্নহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার নিহত রবিনের বাবা সুমন ২মাস আগে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়,সংসার চালাতে হিমসিম খেলে ছেলে রবিন অটো চালায় কিন্তু ঋনের টাকা পরিশোধ না করতে পেরে অটো বিক্রি করে দেয়। (৬ই ডিসেম্বর) শনিবার তাকে তার এক আত্নীয়র কাছে ঢাকা কাজের জন্য পাঠালে সে সেখানে না গিয়ে বাসায় আসলে তার পরিবারের লোকজন তাকে বকাবকি করলে সে কীটনাশক পান করে বাসায় আসে,পরে হঠাৎ করে বমি করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ওয়াশ করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
একটি মন্তব্য পোস্ট করুন