আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা( ঝরা )আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত গণসংযোগ করেন। পৌরসভার পানাম নগরী হয়ে গনির মোড়, গোয়ালদী, টিপরদী ও চৈতী গার্মেন্টসের আশেপাশের এলাকায় এই গণসংযোগ করা হয়।
উপস্হিত ছিলেন পৌরসভা যুবলীগের সহ সভাপতি—অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা—ইকবাল,পৌরসভা যুবলীগ নেতা—গাজী তোফায়েল, পাপন, রিফাত, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি —মো. জসীম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আব্দুর রউফ, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি—মজিবুর রহমান, যুবলীগ নেতা— সুমন,খোরশেদ,সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা,সাফিয়া নুর শান্তা, তাহমিদা, তানিয়া। আওয়ামীলীগ নেতা—বাচ্চু, দীলীপ, বাতেন,তাহের আলী, শফিউদ্দিন।ছাত্রলীগ নেতা/-আলমগীর, হাসান, বাবু, মিজান এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন