SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

৩৮ তম বিসিএস,এর উপহার উষ্ণতা হোক অধিকার এই শ্লোগানে 




জিহাদ হক্কানী : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে কুয়াশায় ধুসর নেমে অসময়ের মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ৩৮ তম বিসিএস সুপারিশ প্রাপ্ত ক্যাডার পরিবার বাংলাদেশের ২০টি জেলার মতন গাইবান্ধা ও ১৫০ জনকে শীত বস্ত্র বিতরন করেন ৩৮ তম বিসিএস পরিবারের সদস্য


শুক্রবার সকালে ৩৮ তম বিসিএস সুপারিশ প্রাপ্ত ক্যাডাররাদের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এসব কম্বল বিতারণ করা হয়। এর আগে সেখানে এ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন জয়ন্ত কুমার সেন,( ASP)

নুরুল হুদা শামিম ( শিক্ষা ক্যাডার)

গোলাম মোর্শেদ (ASP)

ডাঃ দীপান্বিতা ( ডাক্তার ক্যাডার )

আবিদ আব্দুলাহ্ ( কৃষি ক্যাডার ) সহ অন্যরা


বক্তরা বলেন,ইতিমধ্যে দেশের ২০ টি জেলায় আজ কম্বল বিতারণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এ কম্বল বিতারণ করা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন