SS TV live
SS News
wb_sunny

Breaking News

মুছাপুর ইউনিয়ন বাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আবুল হাসনাত জনি।

 





মুছাপুর ইউনিয়ন সহ সারা দেশবাসীকে ইংরেজি  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক পদপ্রার্থী ও ১৬ নং লাঙ্গলবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল হাসনাত জনি,


আজ বুধবার  ৩১ শে ডিসেম্বর  এক বিবৃতিতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন , মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’ গেয়ে আহ্বান করবো নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে আমরা সামনে দৃপ্ত-পায়ে এগিয়ে যাবো; গড়বো আলোকোজ্জ্বল ভবিষ্যত। করোনাভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে।”

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন