SS TV live
SS News
wb_sunny

Breaking News

মেয়র নির্বাচিত হলে নারীদের সাবলম্বী করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করবোঃ ঝরা

 




২৭ নভেম্বর শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা। তার এই নির্বাচনী গণসংযোগে পুরুষের পাশাপাশি শতাধিক নারী অংশগ্রহণ করেন। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরাও নাসরিন সুলতানা ঝরার নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।


এ সময় নাসরিন সুলতানা ঝরা বলেন, পৌরসভার প্রতিটি এলাকার বেকার নারীদের সাবলম্বী করতে সব ধরণের উদ্যোগ গ্রহণ করবো। পৌরসভার অনেক মা বোন রয়েছেন যারা বেকার সময় কাটান। সেই বেকার সময়ে যাতে নারীরাও আয় করতে পারে,আমি মেয়র নির্বাচিত হলে সেই ব্যবস্থা করবো ইনশাহআল্লাহ। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাসরিন সুলতানা ঝরা। ওই সময় তার এই নির্বাচনী গণসংযোগে পুরুষের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরাও অংশগ্রহণ করেন। ওই সময় ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে নারীদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ওই সময় নাসরিন সুলতানা ঝরা বলেন, আমি যেনো নৌকা প্রতীকে মনোনয়ন পাই সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নৌকা প্রতীক যেই পাক আপনারা সকলে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন।



নাসরিন সুলতানা ঝরার গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদ, সহ সভাপতি অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের সদস্য হারুন জয়, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো.জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুর, ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল, ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শ্যামল, পৌরসভা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজিবুর রহমান, শাহাদাত, আল আমিন, তপন, ফরহাদ, পাভেল, নবীর হোসেন, আলমগীর, শান্ত, গাজী তোফায়েল, আওয়ামীলীগ নেতা বাচ্চু, মিন্টুসহ আরো অসংখ্য আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবন্দসহ এলাকার স্থানীয় মুরুব্বীগণ।



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন