নাহিদঃ বিবিসি প্রেস ডটকমের সম্পাদক, মেঘনা টিভির চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম সিরাজ ও তার সহধর্মিণী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছগির আহাম্মেদ তাদেরকে দেখতে আসেন। এসময় ছগির আহাম্মেদ তাদেরকে সান্ত্বনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভূলতা এলাকায় সিএনজিতে করে গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত বড় ছেলে রাব্বি আল ফাহাদের (পুলিশ সদস্য ) বাসা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিরাজের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও অপর একটি ভেঙ্গে যায় এবং তার সহধর্মিণীর শিউলি আক্তারের বাম হাতের হাড় দু টুকরো হয়ে বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়ে আহত হয়। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি চিকিৎসালয় আল-রাফিতে নিয়ে যায়। এসময় সিরাজের নিজের ফেসবুক আইডিতে আহত হওয়ার স্ট্যাটাস দিলে তাৎক্ষণিকভাবে ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মাহাবুব তাদের সহযোগিতায় এগিয়ে এসে ইউএস-বাংলা মেডিকেলে চিকিৎসা দেন।
একটি মন্তব্য পোস্ট করুন