নারায়ণগঞ্জে একটি ৯তলা বিশিষ্ট ভবনের ছাদে গিয়েও শেষ রক্ষা পেল না মাদক কারবারীরা। রবিাবার (১৬ নভেম্বর ) রাত সাড়ে ৯টায় শহরের আমলাপাড়া এলাকা থেকে ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গেয়েন্দা সংস্থ্যা(ডিবি পুলিশের)সদস্যরা। গ্রেফতারকৃত আসামিরা হলো, ইমতিয়াজুল হক স্বরূপ ওরফে বাবু, হামিম হোসেন, হাসিবুল হক রুমন ও শাহরিয়ার আল মামুন ওরফে সাগর।
এ বিষয়ে জেলা পুলিশ জানিয়েছেন, গোপন তথ্য ছিল মাদক ব্যবসায়ীরা মাদক কেনা বেঁচা করছে একটি ভবনে। নারায়ণগঞ্জ জেলা ডিবির এসআই মো. মনিরুজ্জামান ও তার টিমসহ দ্রুত পৌঁছে যান সেখানে। কিন্তু নয় তলা ভবনের বিভিন্ন ফ্লাটে খোঁজ নিয়েও পাওয়া যাচ্ছিল না তাদের। অবশেষে নয় তলার ছাদের চিলেকোঠা কক্ষে পাওয়া গেল চারজন মাদক ব্যবসায়ীকে। তাদের নিকট থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে ।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন