SS TV live
SS News
wb_sunny

Breaking News

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

 


শেখর চন্দ্র সরকার,বগুড়া থানা প্রতিনিধিঃ 


বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের ঘটনায় আতিক হাসান ওরফে আইয়ুব(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে হাসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার চামরুল ইউনিয়নের ওই স্কুলছাত্রীর পিতার দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,  গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আতিক হাসান ওরফে আইয়ুব তার বাড়িতে প্রবেশ করে এবং তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করে।

পুলিশ শনিবার রাতে মামলা গ্রহণ করে একমাত্র আসামিকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে।


দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হাসান আলী জানান, রবিবার দুপুরে আতিককে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই স্কুলছাত্রীর জবানবন্দির রেকর্ড আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন