SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকা

 



নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা জানান, সোনারগাঁওয়ে আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত ও মান উন্নয়নের লক্ষ্যে ১০ টি চার তলা ভবনসহ মোট ৩১টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়ে বর্তমানে কাজ চলমান রয়েছে। এছাড়া এই বিদ্যালয়ের ফার্নিচার বাবদ ৪০ লক্ষ ও পুরাতন ভবন সংস্কারের জন্য আরো ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।


এসময় সমন্বয়কারী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির আহমেদের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল চন্দ্র৷ পাল, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব মনির হোসেন তোতা,  মনিশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল হক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, সাবেদ আলী মেম্বার, কবির মেম্বার, ইকবাল হোসেন মেম্বার, সাজেদ আলী মেম্বার, জাপা নেতা জাহাঙ্গির মিয়া,আনোয়ার চৌধুরী,হাফিজুল্লা সরকার,ইব্রাহীম,মোক্তার হোসেন,পিরোজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কবির প্রমুখ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন