SS TV live
SS News
wb_sunny

Breaking News

চাকুরী করা অবস্থায় যে কাজগুলো করবেন না।

 



এই কাজ কখনো করবেন না,


১. কখনো রাগের মাথায় জব ছাড়বেন না, তাতে আল্টিমেট ক্ষতি আপনার হবে, নিজেকে সময় দিন, নিজের সাথে কথা বলুন,একা থাকুন। বন্ধু-বান্ধব যতই থাকুক মাস শেষে টাকা তারা আপনাকে দেবে না। আশা করি আপনার মাথা ঠান্ডা হবে। না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি? শূন্যস্থান পূরন হয়ে যায় দ্রুত, কারন ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে।করোনার সময় কাজ পাওয়া খুবি কঠিন এর মধ্যে যা পাবেন তাই নিয়ে খুশি থাকতে হবে।বেচে আছেন এটাই বড়।


২. কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না, সমালোচনা করবেন না।মাস গেলে এই টাকার দিকেই আপনি তাকিয়ে থাকেন। তাই নৈতিক ভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না।


৩. কখনো নিজের সামান্য সুবিধার/লাভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না, ক্ষতি করবেন না। মনে রাখবেন আজ যার জন্য আপনি গর্ত খুড়ছেন, কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন।


এটাই প্রকৃতির নিয়ম।উন্নতি  করতে বাধা নেই শুধু ইচ্ছা,চেষ্টা,আর ধৈর্য্য নিয়ে আগাতে হয়।


©

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন