SS TV live
SS News
wb_sunny

Breaking News

বিট পুলিশিং সেবা জনগণের ঘরে ঘরে পৌছানো হবেঃ ডিআইজি আব্দুল বাতেন

 



শেখর চন্দ্র সরকার বগুড়াঃ


২৩ নভেম্বর সোমবার বিকালে বগুড়া শিবগঞ্জে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে  বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি  আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম বলেন,

বিট পুলিশ জনগনের সেবাই সদা সর্বদা নিয়োজিত আছে ছিল থাকবে। তিনি আরো বলেন জনগণের ঘড়ে ঘড়ে পৌছানো হবে পুলিশি সেবা, জনগণের জন্য আরও সহজ করা হয়েছে পুলিশি সেবা,থানায় সেবা নিতে কোন দালাল ধরতে হবেনা।


বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সোনাতলা শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, শিবগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবিএম নাজমুল কাদীর শাহজাহান চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তৌফিক মাহমুদ, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, শিবগঞ্জসদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিটের আওতায় বিপুল সংখ্যক সাধারণ জনসাধারণ।


বিট পুলিশিং সেবা আরো সহজ করতে ও  পুলিশের সেবা জনগনের কাছে পৌছানোর জন্য উক্ত সমাবেশের আয়োজন করা হয়।




Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন