শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হুসাইন উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও মোহাম্মদ হুসাইন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দ্বায়িত্ব। তারা আমাদের দেশের সম্পদ ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন