SS TV live
SS News
wb_sunny

Breaking News

বগুড়া ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ অটোরিকশা আটক

 


শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ 


বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে আড়াই কেজি গাঁজা ও একশত পিচ ইয়াবাসহ পাঁচ আসামীকে গ্রেফতার ও একটি অটোরিকশা আটক  করেছে।


ডিবি বগুড়ার একটি টিম ইং-২২/১১/২০২০ তারিখ রাত্রি ৯.৩৫  মিনিটে  বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর (চামুড়পাড়া) দুর্গামন্দিরের সামনে হইতে এক কেজি গাঁজাসহ  মিশা আহম্মেদ(২২), পিতা হেলাল মণ্ডল সাং-কেশবের পাড়া থানা-গাবতলী জেলা-বগুড়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে একই তারিখে রাত্রি ৭.৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন ছোট কুমিড়া পশ্চিমপাড়া হইতে সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ শয়ন শেখ(৩০), পিতা-আইজুল শেখ (ঢুলি বাদক), চাম্পা বেগম(২৮), পিতা- বুলবুল, স্বামী- শয়ন শেখ, উভয় সাং-ছোটকুমিড়া পশ্চিমপাড়া,থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে 


এবং রাত ৯.৩০ মিনিটে  বগুড়া সদর থানাধীন ভবেরবাজার এলাকার মেহেরা ফিলিং স্টেশনের সামনে হইতে সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও একটি অটোরিকশাসহ আসামী তোতা মিয়া(৪৮), পিতা-মৃত আবু বক্কর, সাং-পারতেখুর উত্তরপাড়া, থানা-শাজাহানপুর ও ফারুক হোসেন(২২), পিতা-আব্দুল মান্নান, সাং-চকসূত্রাপুর পশ্চিমপাড়া, থানা-বগুড়া সদর, দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন