SS TV live
SS News
wb_sunny

Breaking News

কাঁচপুর হাইওয়ে থানা কর্তৃক ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ।

সোনারগা সময়ঃ

নারায়ণগঞ্জ  কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা -চট্টগ্রাম  মহাসড়কের মোগরাপাড়া বাসস্টানের ২ পাশের প্রায় ১৫০ টি স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ।

হাইওয়ে হেডকোয়ার্টারের নির্দেশনায়  মহামান্য হাইকোর্ট এর নির্দেশ অনুসারে মহাসড়ক যানযট মুক্ত রাখার দায়িত্ব একমাত্র হাইওয়ে পুলিশের উপর নির্ভর করে আমরা সেই মোতাবেক প্রতিনিয়ত ঢাকা– চট্টগ্রাম মহাসড়ক , ঢাকা– সিলেট, এবং এশিয়ান হাইওয়ে যেগুলো আছে সেখানে আমরা প্রতিনিয়ত রাস্তায় পাশে অবৈধভাবে গরে উঠা যে ফুটপাত দখল করে রাখছে বিভিন্ন হকারেরা এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাস সহ অন্যান্য সংস্থার  ছোট ছোট টিকিট কাউন্টার রয়েছে যার জন্য চলাচলের ব্যাহাত সৃষ্টি হয়।

আমারা আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপারা সোনারগাঁ ক্রশিং এ এসে ১৫০ টির বেশী অবৈধ  স্থাপনা উচ্ছেদ করেছি এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং আমরা কঠোর নজরদারিতে রাখবো যেনো এ দরনের কোনো দোকান অস্থায়ী ভাবে হোক বা স্থায়ী হোক বসতে না পাড়ে সে দিকে আমরা নজর দিচ্ছি

হাইওয়ে পুলিশ কিন্তু প্রতিনিয়ত টহল দেয়ার পাশাপাশি মহামান্য হাইকোর্ট থেকে নিষিদ্ধ থ্রী হুইলার, সি এনজি অটো রিকশা  আছে সেগুলো মহাসড়ক থেকে আমরা আটক করতেছি  এবং আমাদের পুলিশ সুপার মহোদয়  বরাবর আটক প্রতিবেদন প্রেরন করি পরবর্তীতে এই যানবাহন এর  চালক তারা সম্মানিত পুলিশ সুপার বারাবর আবেদন করলে তাহার নির্দেশ ক্রমে আমরা এটাকে ডিস্পোসাল করি। উচ্ছেদ অভিযান শেষে কাচপুর হাইওয়ে ওসি মনিরুজ্জামান এসব কথা বলেন।


অভিযানে উপস্থিত ছিলেন কাচপুর হাইওয়ে থানার ইনচার্জ মনিরুজ্জামান, টি আই, মেহেদী হাসান, সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন