SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে লালপুরির মাজারে ওরস ; মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

 



সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : সোনারগাঁয়ের নদীবেষ্টিত চর এলাকা নুনেরটেকে সরকারি অনুমতি ছাড়াই চলছে লালপুরী শাহ এর ৪৭তম উরস শরীফ। বারদী ইউনিয়নের নুনের টেকে  বাবা লালপুরী শাহ এর উরস শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই মেলা চলবে তিনদিন।


করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা ও জনসমাগম না করতে সরকারি করাকরি থাকলেও লালপুরীর মাজারে মানা হচ্ছেনা কিছুই।  জনস্রোত আর উপচে পরা মানুষের ঢলে স্বাস্থ্যবিধি প্রতিপালন প্রায় অসম্ভব বলেই মন্তব্য এলাকাবসীর।


লালপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা খাজা মোহাম্মদ মুঈনুদ্দীন চিশতী জানান, মাস্ক ছাড়া দরবার চত্ত্বরে প্রবেশ করছে না। অসুস্থ ও রোগী দরবারে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা পানি সাবান, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে প্রবেশ পথে আছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ইসলামী কাজকর্ম হচ্ছে। এক প্রশ্নর জবাবে বলেন আমাদের কোন সরকারি অনুমতি লাগে না। 

স্থানীয় ইউপি সদস্য লোকমান জানান, আমরা সাংসদকে বিষয়টি জানিয়েই করছি। 

আয়োজোক কমিটির আরেক সদস্য জাকারিয়া বলেন, সীমিত পরিসরে করছি তাই কোন পোস্টার, কার্ড করি নাই।  অনুমতির কি আছে আর। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সাথে কয়েকবার মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন