জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মানে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি, মৌলবাদী, জঙ্গী, ধর্ম ব্যবসায়ী এবং অপব্যাখ্যাকারী ও ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
(২৯ নভেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকার সময় ২নং রেলগেট জেলা ও মহানগর আওয়ামিলীগ কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ। মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ হারুন, ভিপি জামির হোসেন রনি, মোঃ আলামিন, মোঃ জুয়েল খাঁন, মোঃ আবুল কালাম আজাদ (রাসেল), মোঃ সুমন প্রধান, মোঃ সাইফুল ইসলাম আনন্দ, গাজী সোহেল, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সৈকত হোসাইন, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঈন হোসেন, বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আলী, সোনারগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন