শরনখোলা ( বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা ফরেস্ট রেঞ্জের বগী স্টেশন এলাকায় আট ফুট লম্ব ও বারো কিলোগ্রাম ওজনের একটি অজগর সাপ আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার সময়ে অবমুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলা ওয়াইল্ড টীম ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার ও বনবিভাগের বগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
সূত্র জানায়, আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটায় পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের কচু বুনিয়া গ্রামের মিল্টন আকনের ঘরের পাশের ক্ষেতে বৃহৎ আকারের একটি অজগর সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে তিনি বনবিভাগকে খবর দেয়। বগী স্টেশন কর্মকর্তা মো আব্দুল মান্নান ও ডুমুরিয়া কুপ কর্মকর্তা মো. আলমগীর হোসেন এর নেতৃত্ব বনবিভাগ, ওয়াইল্ড টীম ও টাইগার টীমের সদস্যরা সাপটি উদ্ধার করে দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টীম এফএস মো. আলম হাওলাদার ও টাইগার টীমের তেরাবেকা গ্রামের দলনেতা সুলায়মান খান সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা বিভিন্ন প্রাণীদের উদ্ধার ও সুন্দরবনে অবমুক্ত করার কাজে বনবিভাগকে সহায়তা করে থাকেন।
একটি মন্তব্য পোস্ট করুন