SS TV live
SS News
wb_sunny

Breaking News

হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারে কাছে ফিরিয়ে দিলেন এস আই পংকজ

 



নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকা আজ(২৭ নভেম্বর)  শুক্রবার দুপুর আনুমানিক ১.৩০ সময় ফারুফ (৬) নামে এক শিশুকে কাঁদতে দেখে স্থানীয় এলাকাবাসী তাকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে তার নাম মারুফ বাবার নাম আমির হোসেন ছাড়া আর তেমন কিছুই বলতে পারেনা,পরে শিশু মারুফকে সোনারগাঁও থানার   উপপরিদর্শক এস আই পংকজ সরকার এর হেফাজতে রেখে আসে,এরপর অনলাইন নিউজ পোর্টাল সোনারগাঁও সময়ে নিউজ প্রকশের পর শিশু মারুফের এলাকা পিরোজপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে এক ব্যাক্তি ফোন করে পরিচয় নিশ্চিত করে,পরে তার মামা আলামীন ও তার বাবা আমির হোসেন সোনারগাঁও থানায় এসে এস আই পংকজ সরকারের কাছ থেকে তাকে বুঝে নিয়ে যায়,এস আই পংকজ সরকার সোনারগাঁও সময়'কে জানান,শিশু মারুফ দেখে আমার অনেক মায়া লেগে যায় পরে থানায় তাকে আমার সাথে বসিয়ে রাখি,এবং বিভিন্ন যায়গায় তার পরিবারের সন্ধানের জন্য খোঁজ নিতে থাকি,এরপর তার পরিবারের লোকজন আসলে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই,

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন