SS TV live
SS News
wb_sunny

Breaking News

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি

 


প্রেস বিজ্ঞপ্তি ,

আসসালামু আলাইকুম,আজ ২০/১১/২০২০ খ্রিঃ ভোর ৫:২০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ঢাকা ইনকামিংএ আফিয়া কাটা নামক স্থানে একদল ডাকাত গাড়ি থামিয়ে ডাকাতি করার চেস্টা কালে কাঁচপুর হাইওয়ে থানার টহল টিম ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আউটগোয়িং টহল করার সময় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ০১ (এক) রাউন্ড গুলি ছুড়লে হাইওয়ে পুলিশের এএসআই রুবেল হোসেনের নির্দেশে জনসাধারনের জানমাল নিরাপত্তার জন্য কং৩৪৮ জসিম উদ্দিন তার ইস্যুকৃত সর্টগান নং হাঃপুঃ২৪০ দিয়ে ০১ (এক) রাউন্ড গুলি ছোড়ে। প্রানভয়ে ডাকাতদল পালিয়ে যায়। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নাই। কোনো ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে সংবাদ পেয়ে সোনারগাঁ থানার টহল টিম ও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সংক্রান্তে ঘটনার বিবরনীসহ কাঁচপুর হাইওয়ে থানায় একটি জিডি করা হয় যার নং ৮১৪ তাং ২০/১১/২০২০ খ্রিঃ। আজ সন্ধ্যায় প্রোভিটা হ্যাচারির রিজিয়নাল ম্যানেজার( ঢাকা,মুন্সিগন্জ,নারায়নগঞ্জ)  মিঃ হারুনুর রশিদ সহ আরো অনেক কর্মকর্তাবৃন্দ কাঁচপুর হাইওয়ে থানায় এসে তড়িৎ পদক্ষেপ নেওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে প্রোভিটা হ্যাচারির প্রায় দশ হাজার মুরগীর বাচ্চা ছিল।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন