SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 




সোনারগাঁ সময়ঃ সুশিক্ষা ও নৈতিকতা যেখানে এক সুতোয় গাঁথা স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকার প্রবেশদ্বার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থ আল মদিনা শপিংমলের সপ্তম তলায় অবস্থিত প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ পরিচালক সদস্য মাছুম চৌধুরী। গজারিয়া কলিমুল্লা স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের শতাধিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালক সদস্য রাশেদুল ইসলাম, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাছান আলী, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর.বিলকিছ, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহ, লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সোনারগাঁ শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সোনারগাঁক্যাপিটাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং ঢাকা সিটি কলেজের সহকারি অধ্যাপক মনসুর আলী। এসময় বক্তারা বলেন, সোনারগাঁবাসীর প্রত্যাশা পূরন করবে প্রতিষ্ঠানটি। সোনারগাঁয়ে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এবং শিক্ষার গুনগতমান ঠিকরেখে স্থাপিত হতে যাচ্ছে এ বিদ্যালয়টি। ২০২১ সালের জানুয়ারিতে শিক্ষাবর্ষ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করবে বলে জানান এবং কলেজ প্রস্তাবিত রয়েছে।






Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন