SS TV live
SS News
wb_sunny

Breaking News

নাঃগঞ্জ ২ আলু ব্যাবসায়ী "কে ৩ হাজার টাকা জরিমানা

 



স্টাফ রিপোর্টারঃ
সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না রাখায় নারায়ণগঞ্জ শহরের খানপুর বাজার অভিযান চালিয়ে ২ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার(২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে শহরের খানপুর বৌবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই অভিযানটি পরিচালনা করা হয়।


এসময় মো. সেলিমুজ্জামান বলেন, ‘সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রর্দশন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় অনুযায়ী মা স্টোরকে ২ হাজার টাকা এবং বাচ্চু স্টোরকে ১ হাজার টাকা মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’

ওই অভিযানে উপস্থিত ছিলেন জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন