আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচারণা
দিন যত যাচ্ছে পৌরসভার নির্বাচনের আমেজ যেন ততোই বেড়ে চলছে।
নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি মোহাম্মদ হোসাইন পুরোদমে নির্বাচনী প্রচারণায় চালিয়ে যাচ্ছে। ১লা নভেম্বর রবিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন রবিবার নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে শ্লোগান দেন। একই সঙ্গে মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও দোয়া প্রার্থনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন