SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় মহিলার মাথা ফাটিয়ে দিলেন মসজিদের ইমাম

 


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্রা মসজিদের ইমাম হেলাল খানের কাছে পাওনা টাকা চাওয়ার অপরাধে পশ্চিম সনমান্দী এলাকার তাহমিনা নামের এক মহিলাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাহমিনাকে সােনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাহমিনার বোন মাহমুদা শনিবার রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, তাহমিনার সাথে থাকা তার দুই ছোট ছেলেদের কেও মেরে মারাত্মক জখম করেন মসজিদের ইমাম হেলাল খান। টিএমএস এনজিও প্রতিষ্ঠান হইতে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা উত্তোলন করিয়া ধার বাবদ দেয় মসজিদের ইমাম হেলাল খানকে। পরবর্তীতে নিয়মিত কিস্তির টাকা পরিশােধ না করিয়া টালবাহানা করিতে থাকায় শনিবার দুপুর ঐ ইমামকে কিস্তির টাকা পরিশােধ করতে বলাকে কেন্দ্র করে

তর্ক – বিতর্কের একপর্যায়ে একযােগে আক্রমন করিয়া কাঠের লাঠি দিয়া পিটাইয়া মাথা ফাটিয়ে দেয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ইমামকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন