নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় জাতীয় পার্টি নেতা আলী আকবরকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
(২২ অক্টোবর) বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলী আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলী আকবরের ছেলে আবু হানিফ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী তাদের বিডিংয়ের কেচি গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাবা আলী আকবরের রুমে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷
এ ব্যাপারে তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, আলি আকবরের উপর হামলায় ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন