নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধু মহলের উদ্যেগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও যাদুঘর) দ্বিতীয় গেইট সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় মহাসড়কের পূর্বাংশ বন্ধু মহল দল। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন চ্যাম্পিয়ন দল পূর্বাংশের বন্ধু মহলের অধিনায়ক এডি এম বাকির জুয়েল।
টুর্নামেন্টে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পশ্চিমাংশের বন্ধু মহল বনাম পূর্বাংশের বন্ধু মহল দল অংশ নেন। চ্যাম্পিয়ন দল মহাসড়কের পূর্বাংশের বন্ধু মহলের মধ্যে খেলায় অংশ গ্রহণ করেন এডি,এম বাকির জুয়েল (অধিনায়ক), কাজল, তৌফিক, রিতু, শাকিল, কবির, হামিদুর, বাবু, জাহাঙ্গীর, হেলাল ও মোক্তার।
এছাড়া পশ্চিমাংশের বন্ধু মহলের মধ্যে খেলায় অংশ গ্রহণ করেন, আমির হোসেন আপন ( অধিনায়ক), বকুল, মামুন, মহসিন, রাজিব, তানভীর, জাকির, আনোয়ার, ফারুক, মোশাররফ ও বাদশা। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন