SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ করার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা।

 



নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় শিশু খাদ্য প্রস্তুতকারী কেয়ার নিউট্রিশন লিমিটেডে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআই এর লাইসেন্স বিহীন পণ্য উৎপাদন এর অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা ও প্রায় অর্ধকোটি টাকার মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।


(৮অক্টোবর)বৃহস্পতিবার র‌্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানিক দল, র‌্যাব হেডকোয়ার্টারের ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর কর্মকর্তার সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নানাখী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করিয়া মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআই এর লাইসেন্স বিহীন পণ্য উৎপাদন এর অপরাধে কেয়ার নিউট্রিশন লিমিটেডকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করিয়া ৩ লক্ষ টাকা জরিমানা করেন এবং আনুমানিক ৫০ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী র‌্যাবের উপস্থিতিতে ধ্বংস করেছেন। এ প্রতিষ্ঠানটি নানাখী এলাকায় দীর্ঘদিন যাবত মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ করিয়া আসিতেছিল।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন