SS TV live
SS News
wb_sunny

Breaking News

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, নোবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

 


সৈয়দ হৃদয়: নেবিপ্রবি প্রতিনিধি: 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় দুই শিক্ষার্থকে সাময়িক বহিষ্কার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রতিক মজুমদার ও একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল।

আজ বুধবার(২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দন্ডনীয় অপরাধ করায় তাদের বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। সেই সাথে কেন তাদের স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না, তা নিয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন