নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জ বাজারে হাফি ঔষাধালয় নামে একটি ফার্মেসীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(৭ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান, সোনারগাঁও পৌরসভার উদ্ববগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং করার সময় হাফি ঔষাধালয় নামে একটি ফার্মেসীতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ঔষধ, অনুমোদনহীন ঔষধ, যৌন উত্তোজক ঔষধ ও অবৈধ বিদেশী ঔষধ রেখে বিক্রীর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সঙ্গে ছিলেন, ক্যাবের সহ-সভাপতি কাজী দলিল উদ্দিন দুলাল, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স এর এসআই গিয়াসউদ্দিন ও সংগীয় ফোর্স। পরে ঔষুদগুলো ধ্বংস করে দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন