নোবিপ্রবি প্রতিনিধি:
সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ এবং সিলেট এম সি কলেজ ধর্ষণের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৬ই অক্টোবর) দুপুর ১২টায় ছাত্রলীগ সমর্থিত কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এর প্রধান ও মুখ্য উদ্দেশ্য হলো ধর্ষণ এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া এবং ধর্ষণ রোধে প্রশাসন কে আরো কার্যকরী ভুমিকা রাখতে আহবান জানানো।
ছাত্রলীগ কমী আরিফুল হক তুহিন বলেন, ধর্ষণের সাথে জড়িত সকলকে মৃত্যুদন্ড ও ফাঁসির আদেশ দেয়া হোক। যাতে ধর্ষণ কমে আসে আমাদের দেশে ।
মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজক নোবিপ্রবি ছাত্রলীগ কর্মী মো. সুলতান শাহজাহান বলেন করোনা ভাইরাস এর কারনে দেশ এখন স্থবির এই সুযোগে ধর্ষকরা তাদের ধর্ষন কর্মকান্ড বাড়িয়ে ধর্ষণের মহামারি সৃষ্টি করেছে, গত ৭মাসে বাংলাদেশে ৯৫৪জন ধর্ষণের শিকার হয় যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার।
একটি মন্তব্য পোস্ট করুন