সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে জের ধরে ফার্নিচার দোকান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
১৯ অক্টোবর রবিবার রাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় লাভলী সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁচপুর ও সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ আমানউল্লাহ বাদী হয়ে সোমবার রাতে ৫জনকে আসামী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে আমানউল্লাহ উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর সোনাপুর লাভলী সিনেমা হলের পাশে জমি নিয়ে প্রতিপক্ষ আহেদ আলীর সাথে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় দোকানে এসে ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দেওয়ার জন্য বলে। ভাড়াটিয়ারা দোকান ছেড়ে না দিলে দোকান আগুনে পুড়িয়ে ফেলবে হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে গত রোববার রাতে আহেদ আলীর নেতৃত্বে কাশেম , ফারুক, হাসেম ও মেহেদী হাসানসহ ১০-১২ জনের একটি দল আমানউল্লাহর ভাড়া দেওয়া ফার্নিচার দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুই দোকানের সকল প্রকার ফার্নিচার পুড়ে যায়। খবর পেয়ে কাঁচপুর ও সোনারগাঁ ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন আমানউল্লাহ।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন