নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সোনারগাঁও (মোগরাপারা চৌরাস্তা) অবস্থিত আয়ুব প্লাজায় এক স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি হয়েছে।
বুধবার রাতের আঁধারে কে বা কাহারা কাঁকন জুয়েলারি নামক দোকানের তালা ভেঙ্গে এই চুরি সংঘটিত করে।
দোকান মালিক স্বপন জানান অন্যান্য দিনের ন্যায় আজ বৃহস্পতিবার সকালে আমার দোকানের কর্মচারী বোরহান দোকান খুলতে গিয়ে দেখেন আমাদের ব্যবহৃত তালার পরিবর্তে অন্য একটি নতুন তালা লাগানো আছে।
তার সন্দেহ হলে আমাকে খবর দেয়, সাথে সাথেই আমি পুলিশকে বিষয়টি অবহিত করি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনারগাঁও থানার এস আই রুস্তম,তালা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন মালামাল লণ্ডভণ্ড অবস্থায় এবং ৩৮ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা দোকান থেকে চুরি করে নিয়ে গেছে।
এই ব্যাপারে সকালে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনস্থল পরিদর্শন করেন।
থানায় অভিযোগের প্রেক্ষিতে বিকেলে থানার সেকেন্ড অফিসার পন্কজ কান্তি সরকার তদন্তে আসেন এবং
তিনি আশপাশে সিসি টিভি ফুটেজ চেক করেন।
এ বিষয়ে অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি।
ঐ এলাকায় নজরধারি বাড়ানো হয়েছে, তদন্ত চলছে।চোরদের ধরতে আমাদের টিমের চেষ্টা অব্যাহত আছে।
একটি মন্তব্য পোস্ট করুন