স্টাফ রিপোর্টারঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার উউনিয়নের সাতভাইপাড়া গ্রাম থেকে ৪ টি গরু চুরি ঘটনাঘটে।
২৪ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার সাতভাইপাড়া মৃত শামসুল হকের ছেলে মো.কাউছার এর নিজ বাড়ি থেকে ২ টি অন্তঃসত্ত্বা গাভি সহ মোট ৪ টি গরু চুরি হয়েছে বলে জানান গরুর মালিক।
তিনি আরো বলেন আমি গত রাতে ঘুমানোর আগে গরুগুলোকে দেখে, মশারি টানিয়ে ঘুমানোর জন্য যাই, হটাথ আনুমানিক রাত্র ৩. ৩০ মিনিটে সময় গরুর হাটার শব্দ সুনে ঘুম ভেঙে যায়,
তাড়াহুড়া করে ওঠে গরুর গোয়ালে গিয়ে দেখি আমার চারটি গরু নাই, এমত অবস্থায় আমার চিৎকার চেচামেচিতে আশেপাশের মানুষগুলো জেগে ওঠে,
গরু চুরি হয়ে যাওয়ায় আমি প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হই।
গরুর মালিক কাউসার নিজে উপস্থিত থেকে গরুর গায়ের রং ও মূল্য নির্ধারণ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গরু চুরির ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব।
একটি মন্তব্য পোস্ট করুন