আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের আড়াইহাজারে মুক্তা আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বিলপাড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার এস আই রিয়াজ জানান, ওই গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মুক্তা আক্তারের এক সপ্তাহ আগে বিয়ে হয় একই উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে। কিন্তু বৃহষ্পতিবার রাতে মুক্তা তার বাবার বাড়ীতে অবস্থান কালে অজ্ঞত কারণে বিষ পান করে আত্মহত্যা করে। তবে ধারণা করা হচ্ছে, বিয়েটি মুক্তার অমতে হয়ে থাকতে পারে। বিয়েটা মুক্তা মেনে নিতে পারেনি বিধায় সে আত্মহত্যা করে থাকতে পারে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন