নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সেলাই জানে এমন এগারোটি মহিলাকে এই সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করা৷ কোনো মানুষ বা কোন পরিবার অর্থনৈতিক চাহিদা থেকে পিছিয়ে থাকবে না -এ লক্ষ্যে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি সেলাই মেশিনে কাজ করে অর্থনৈতিক প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়ে সকলেই স্বাবলম্বী হতে পারবে৷ এজন্য সরকারের সেলাই মেশিন প্রকল্প সাধারণ অসহায় ও দুস্থ পরিবারে অনেক বড় ভূমিকা রাখবে৷
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শিপন সরকার, আবু তাহের, আব্দুল হক, আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোগরাপাড়া ইউনিয়ন কমিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী।
একটি মন্তব্য পোস্ট করুন