SS TV live
SS News
wb_sunny

Breaking News

৫ শতাধিক লোক নিয়ে গাজী মজিবর রহমান এর উঠান বৈঠক অনুষ্ঠিত




আর এইচ রাকিবঃ আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে  প্রচার প্রচারনায় ব্যাস্ত সময়,পার করছেন থানা যুবলীগ এর সাবেক  সভাপতি,সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশের সভাপতি, গাজী মজিবর রহমান

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে পৌরসভার ১নংওয়ার্ড এর দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয় এর স্কুল মাঠে ৫শতাধিক লোক নিয়ে   উঠান বৈঠক আয়োজন করা হয়।

আয়োজিত বৈঠকে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার ভিবিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি দেন এসময় তিনি আরও বলেন

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ বুকে ধারন করে কাজ করে যাচ্ছি আগামীতে ও করবো ইনশাআল্লাহ। এবং আমি এই পৌরসভাকে মাদক, ইভটিজিং বাল্য বিবাহ মুক্ত পৌরসভা উপহার দিবো বলেন গাজী মজিবর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী গাজী মজিবর রহামান, ৬নং ওয়ার্ডের  সাবেক কমিশনার আমির হোসেন,থানা যুবলীগ এর সহ সম্পাদক সাহিন আলম সাধীন,পৌর যুবলীগ এর সহ সভাপতি সুমন দত্ত, ও  রাসেল মিয়া পৌর যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক গাজী ফারুক ও  ফয়জুল্লা রিপন, আ.লীগ নেতা সুবেদ আলী,পৌর যুবলীগ ক্রিরা সম্পাদক, রেজাউনুন হক টিটু,সেচ্ছাসেবক লীগ নেতা গাজী রিপন, পৌর তাতীলীগ এর সাধারন সম্পাদক, খোকন সরকার, সহ হানীফ মাস্টার,মোতালেব, মুন্জু,মোখলেছ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তী বর্গ।

  



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন