আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের আড়াইহাজারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। আজ শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত গণি মিয়ার দুই ছেলে যথাক্রমে ফজলুল হক (৪৮) ও এবাদুল্লাহ (৩৮) এর মধ্যে সামান্য কলাগাছ নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হককে মাথায় তুলে সিমেন্টের পাকা স্থানে আছাড় দিলে ঘটনাস্থলেই ফজলুল হকের মৃত্যু হয়। প্রত্যক্ষ দর্শীরা জানান, মাথায় তুলে আছাড় দেওয়ার কারণে ফজলুল হকের মাথা ফেটে ও থেতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন