SS TV live
SS News
wb_sunny

এই মুহুর্তে

কাঁচপুর সিনহা গার্মেন্টসে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারীসহ আহত ১৫ কাচঁপুরে বকেয়া বেতনের দাবিতে সিনহা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় পুলিশের লাঠিচার্জ ও ইট-পাটকেল নিক্ষেপে নারীসহ ১৫ জন আহত হন।

জানা যায়, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে (২৭ অক্টোবর) মঙ্গলবার  দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সিনহা গামের্ন্টসের শ্রমিকরা। এসময় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, গত দুই মাসের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে অনাহারে ও অর্ধাহারে থেকেও কাজে যোগ দিচ্ছে তারা। এসময় সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে। এতে নারীসহ ১৫ জন শ্রমিক আহত হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন