SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধায় চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ




গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব ঝিনিয়া  গ্রামে ২০১৬ সালে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে সহোদর।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

অভিযোগ সূত্রে জানা যায়, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওই দিন আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের ছেঁড়া তার ফেলে রাখে রাস্তায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ছয়জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক বাদী হয়ে মামলা করেন।




Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন