গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সারাদেশে নারী শিশু নির্যাতন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও গণঅনশন কর্মসূচী পালন করেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রেলগেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনশন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা, সারা দেশে নারী শিশু ধর্ষণ বৃদ্ধির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে অনেকাংশে দায়ী করেন। সেই সাথে বর্বরোচিত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ-হত্যার ঘটনায় সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
একটি মন্তব্য পোস্ট করুন